আপনি আন্তকেদন্দ্রীয় ব্যক্তি নন তো,এই বৈশিষ্ট্য গুলো আপনার মধ্যে আছে কি?
১.ফোনের রিং শুনে আসতে আসতে লাইন কেটে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে।
২.সামাজিক কোন অনুষ্ঠানে তেমন যায় না।
৩.বন্ধুর সংখ্যা নিতান্তই সীমিত।
৪.কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করে।
৫.কোন কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে।
৬.নিজের আবেগ অনুভূতি সহজে প্রকাশ করতে পারে না।
৭.মানুষের চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করে।
৮.নিজের পছন্দের কোন টপিক না হলে কথা বলে না।
৯.তাকে পছন্দ কারি লোকের সংখ্যা খুব কম।
১০.অনেক প্রতিবেশী তার নাম হাতে জানে না।
১১.কার কাছ থেকে ঋন নিতে চাই না,একান্ত বাধ্য হয়ে নিলেও যত দ্রুত সম্ভব পরিশোধ করে।
১২.কার দৃষ্টি আকর্ষণ করার ইচ্ছা নাই।
১৩.তার রাগের তুলনায় অভিমান একটু বেশি।
১৪.সে নিজেকে ঘর বন্ধি করে ঘরে সবসমায় থাকে।
১৫.অনেক সমায় অনস্মাট হিসাবে পরিচতি লাভ করে।
১৬.খুব কাছের মানুষ ছারা তার দক্ষতা ও দুর্বলতা গুলো সম্পর্কে কেউ জানে না।
১৭.অন্যের ব্যক্তিগত বিষয় সম্পর্কে কৌতূহল নেই।
১৮.মাঝে মাঝে একাই অনেক কিছু কল্পনা করে।
১৯.নিজেকে কার কাছে যোগ্য বলতে ভয় লাগে।
২০.নিজেকে সব সমায় ছোট মনে করে,সবসমায় সাবধান থাকে।
comments koren....
ReplyDelete