জীবন

​আমাদের জীবন টা কত ছোট তাই না।জম্ম নেওয়ার পর থেকে  আমার  কত সময় নষ্ট করছি।জম্মের পর হাটতে  শিখেছি  দুই বছর  বয়সে কথা  বলতে  শিখেছি  তিন বছর  বয়সে পাঁচ বছর বয়সে  স্কুলে  যাওয়া  শুরু  করি মাধ্যমিক  শেষ  করি ১৫ বছরে।উচ্চ মাধ্যমিক  শেষ করি ১৭ বছরে, অনার্স  শেষ  করি ২৪ বছরের, চাকরির  প্রবেশ  করতে বয়স  হয় ৩০ বছর,এর পর আসে সংসার  জীবন নিজের  সন্তানদের  মানুষ  করা,পরিবারের দায়িত্ব  পালন করা, এর মধ্যে  বয়স  হয় ৬০।এখন পরিবারের  নিয়ন্ত্রণ  চলেগেছে সন্তাদের হাতে ,বলেন তো আমার  কত দিন  বাঁচি? সত্যি  কি জীবনটা  ছোট  না? এই ছোট  জীবন নিয়ে  মানুষ  কত দম্ভ করে।আসুন আমরা  পৃথিবীকে  সুন্দর  করে  সাজিয়ে আমাদের  পরের প্রজন্মের কাছে  তুলে দেয়।

Comments